ব্রাশ কতদিন পর পর বদলাবেন?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১০, ২০২২

দাঁত ভালো রাখতে যেমন দাঁতের যত্ন নিতে হবে, ঠিক তেমনি দাঁত মাজার ব্রাশের যত্ন নেওয়াও জরুরী। কীভাবে ব্রাশের যত্ন নিবেন এবং কতদিন পর পর ব্রাশ বদলাবেন জেনে নিন...

- বেশিরভাগ সময়ে একসাথে অনেকগুলো ব্রাশ পাশাপাশি রাখা হয়। এভাবে পাশাপাশি রাখার কারণে একজনের কাছ থেকে অন্যজনের ব্রাশে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। এক পাত্রে রাখতে হলে প্রতিটা ব্রাশ ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাবে ব্রাশ।

আরো পড়ুনঃ যেসব ব্যায়ামে আপনার ওজন কমবে না !

- ব্রাশ টয়লেটে রাখবেন না। স্যাতস্যেতে ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় রোগ জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন ব্রাশ।

- ব্যবহার করার আগে ও পরে গরম পানি দিয়ে ধুয়ে নিন। এর ফলে জীবনে সংক্রমণের আশঙ্কা কমে যাবে। মাউথ ওয়াশ জাতীয় দ্রব্য ১৫ মিনিট ডুবে রাখলেও জীবাণুমুক্ত হবে ব্রাশ।

- একই ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা বলছেন, তিন মাসে অন্তত একবার বদলাতে হবে দাঁত মাজার ব্রাশ। এর আগেই ব্রাশ নষ্ট হয়ে গেলে আগেই বদলে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment