ত্বক উজ্জ্বল করবে কোরিয়ান স্ক্রাব, বানিয়ে নিন ঘরেই!
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ১১, ২০২২
ঘরের টুকিটাকি জিনিসপত্র দিয়েই তৈরি করা সম্ভব কোরিয়ান স্ক্রাব৷ নামি-দামি ব্রান্ড ব্যবহার না করে ভরসা রাখুন কোরিয়ান স্ক্রাবের ওপর। আসুন জেনে নেই বানানোর উপায়।
যা যা লাগবে:
- এক চা চামচ ব্রাউন সুগার,
- ১ চা-চামচ পছন্দের অ্যাসেনশিয়াল অয়েল,
- ১ চা-চামচ কফির গুঁড়া,
- আধা চা-চামচ পিংক সল্ট,
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ডায়াবেটিসে কতদিন পরপর চেকআপ করবেন?
- ১ চা চামচ চালের গুঁড়া।
পদ্ধতি: সবগুলো উপকরণ মেশালেই তৈরি হয়ে যাবে স্ক্রাব। প্রথম কিছুদিন নিয়মিত ব্যবহার করলেই পরিবর্তনটা টের পাবেন। এরমধ্যে অ্যাসেনশিয়াল অয়েল ও পিংক সল্ট এর জন্য বাজারে যেতে হতে পারে। তবে দুটোই বাজারে পাওয়া যায়।