সুন্দর নখ পাওয়ার সহজ উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ২৯, ২০২২
নখের যত্নে অন্যতম উপাদান মধু। মধু শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বরং এটি রূপচর্চায়ও সমান কার্যকরী।
নখ ভালো রাখতে দারুন কাজ করে মধু। এছাড়াও আরো কয়েকটি উপায় আছে সুন্দর নখ পাওয়ার। আসুন জেনে নেই...
১. একটি কাঁচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের উপর লাগিয়ে রাখতে হবে।
আরো পড়ুনঃ মেয়েদের ওভার অ্যাক্টিভ ব্লাডার সমস্যা নিয়ে কিছু কথা
২. শীত হোক বা গ্রীষ্ম। হাত সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোজ নিয়ম করে লাগাতে হবে ময়েশ্চারাইজার।
৩. দাঁত পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে এক ধরনের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেট গরম পানিতে মিশিয়ে সেই পানিতে মিনিট পাঁচ ডুবিয়ে রাখতে হবে নখ।
৪. দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথব্রাশে টুথপেস্ট নিয়ে তা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশ কিছু দিন এই পদ্ধতি চালিয়ে যেতে পারলে পাওয়া যাবে ঝকঝকে নখ।
৫. নখের সাদা ভাব ধরে রাখতে সব সময় নেলপলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।
আরো পড়ুনঃ কচুর ভর্তা
৬. নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেল হোয়াইটেনিং পেন্সিল। প্রয়োজনে ম্যানিকিউরের কিড কিনে বাড়িতেই করা যেতে পারে ম্যানিকিউর। এতে নখ শুধু সাদাই হবে না, ভালো থাকবে।