ঝলমলে চুল পাবেন শসার ব্যবহারে
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ৮, ২০২২
শসায় রয়েছে ভিটামিন এ, ফলিক এসিড এবং ভিটামিন সি। যা চুলে পুষ্টি যোগান দেয়। চুলের আর্দ্রতা ধরে রাখে এটি। আপনার চুল থাকে নরম ও ঝলমলে।
কীভাবে ব্যবহার করবেন?
- প্রথম একটি শসা কুচি করে এর থেকে রস বের করে নিন। এরপর এর সাথে এলোভেরা জেল, লেবুর রস এবং আপেল সিডার ভিনেগার যোগ করুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। চুলের গোড়ায় লাগিয়ে হালকা হাতে মাসাজ করে এক ঘন্টা রেখে দিন। এরপর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার লাগালেই ফল পাবেন।
আরো পড়ুনঃ ছোট-বড় সবার পছন্দের নিমকপারা রেসিপি
- স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে শসার রস খুবই কার্যকরী। এজন্য আপনি ব্যবহার করতে পারেন শসার রস ও কয়েক ফোঁটা নারকেল তেল। এর ফলে চুল আর শুষ্ক হবে না। এছাড়া যাদের স্ক্যাল্পে কোন সমস্যা নেই, চুলের অবস্থা ভালো করতে তারাও শসা ব্যবহার করতে পারেন।
তবে সবাই কিন্তু চুলে শসা ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে যাদের চুলে কোন চিকিৎসা চলছে বা মাথায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করছেন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনভাবেই শসা রস ব্যবহার করবেন না।
এছাড়াও যদি আপনি এর মধ্যে স্পা বা কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে থাকেন তবে শসার রস ব্যবহার করবেন না।