ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলবে বরফ থেরাপিতে
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ৩, ২০২২
ত্বকের সমস্যা দূর করতে অনেকে বাজারে চলতি প্রসাধনী ব্যবহার করেন। কেউ আবার ঘরোয়া অনেক সমাধানও অনুসরণ করেন। ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন বরফ থেরাপি।
- ত্বকের অধিক তেল ভাব দূর করতে পারে বরফ থেরাপি। অধিক তেলতেলে ভাব তৈলাক্ত ত্বকের সব থেকে বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন এই থেরাপি।
আরো পড়ুনঃ এগি চিকেন স্যান্ডুইচ
- ব্রণ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্রণ কমাতে বরফ থেরাপি করাতে পারেন। ব্রণ কমে বরফ থেরাপিতে।
এ থেরাপি লোমকূপে জমে থাকা তেল ও ময়লা বের করে দেয়। এমন কি বাড়িতেও বরফের টুকরো নিয়ে ত্বকে ঘষতে পারেন। এতেও মিলবে সমান উপকার।
- চোখের নিচের ফোলা ভাব দূর করতে বেশ উপকারী আইস থেরাপি। অনেকের চোখের নিচের অংশ ফোলা হয়। এই ফোলা ভাব কমাতে বাজারে একাধিক প্রসাধনী রয়েছে। কিন্তু এই সব সমস্যা দূর করতে সবচেয়ে কার্যকরী বরফ থেরাপি।
- বলিরেখা দূর করতে বরফ থেরাপি করাতে পারেন। এই থেরাপি করলে যেমন ত্বকে বলিরেখা দূর হয়, তেমনি অল্প বয়সে বলিরেখা সমস্যা দেখা যায় না।
আরো পড়ুনঃ নিজের চোখকে সাজিয়ে তুলুন স্মোকি সাজে
- ত্বককে ক্ষতির হাত থেকে দূরে রাখতে করতে পারে বরফ থেরাপি। বিভিন্ন ধরনের মেকাপের থেকে কিংবা সূর্যরশির কারণে ত্বকের ক্ষতি হয়। এই ক্ষতিপূরণ করা সম্ভব বরফ থেরাপির গুণে। এতে দ্রুত উপকার মিলবে।