ত্বকের সমাধান মিলবে চালের গুড়ায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ৯, ২০২২
ত্বকের আরো অনেক সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে চালে। বয়সের ছাপ দূর করতেও চালের ঝুড়ি মেলা ভার। তবে সঠিক উপায় ব্যবহার না করলে সমাধান নাও পাওয়া যেতে পারে। আসুন জেনে নেই-
আরো পড়ুনঃ হাতের জ্বালা ভাব কমাবেন যেভাবে
চাল ধোয়া পানি: চাল ধুয়ে সেই পানি ফেলে দেবেন না। পানি ফুটিয়ে নিন। ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসল শেষ এবার রাতে শোয়ার আগে এটি ত্বকে ব্যবহার করুন। রোমকূপ উন্মুক্ত থাকলে যেসব সমস্যা হয় তা দূর হবে দ্রুত।
চালের গুড়া আর দই: আধ কাপ চালের গুড়ার সঙ্গে ১ টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি তো ত্বকে লাগিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ঘষে নিন। ত্বকের মরা চামড়া উঠে আসবে। ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।