নাইট ক্রিম ব্যবহার করেন? তাহলে জানুন নিয়ম
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১৮, ২০২২
ত্বক উজ্জ্বল করার জন্য অনেকেই নাইট ক্রিম ব্যবহার করে থাকেন। তবে নাইট ক্রিম ব্যবহারের কিছু নিয়ম আছে। আসুন জেনে নেই...
১. অবশ্যই ভালো নাইট ক্রিম ব্যবহার করতে হবে৷ কারণ এমন কিছু ক্রিম আছে যাতে ত্বকের জন্য ক্ষতিকর কেমিকেল থাকে, যার কারণে আপনার ত্বক পুড়ে যেতে পারে।
২. নাইট ক্রিম লাগানোর আগে ভালোভাবে ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। তারপর মুখ শুকিয়ে গেলে তারপর ক্রিম লাগাতে হবে। তবে এক্ষেত্রে ক্রিম মুখে ঘষবেন না, এতে চামড়া উঠতে পারে।
৩. যাদের এলার্জি তাদের একদিন পর পর ক্রিম ব্যবহার করা উচিত।
আরো পড়ুনঃ ডিমের খোসা ফেলে দেন? ডিমের খোসার আশ্চর্য ব্যবহার জানুন
৪. তৈলাক্ত স্কিন যাদের, তারা দিনে ক্রিম ব্যবহার করবে না আর দিনে পাঁচ ছয় বার মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এতে ত্বকের তৈলাক্ত ভাব কমবে।
৫. মুখের মতো কান, গলাতেও ক্রিম লাগাবেন। মুখ ফর্সা হলে কান বা গলা কালো থাকলে খারাপ দেখাবে আর পরিমান মতো ফর্সা হলে প্রতিদিন ক্রিম না লাগিয়ে একদিন বা দুইদিন পর পর ক্রিম ব্যবহার করবেন। তাহলে আপনার স্কিনের কোন সমস্যা হবেনা।