খাঁটি অ্যালোভেরা জেল বানিয়ে ফেলুন ঘরেই
- ওমেন্স কর্নার
- জুন ১৪, ২০২৩
ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা জেল অনন্য। এটি যেমন চুল ঝলমলে করে, তেমনি ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। এছাড়া ত্বক ও চুলের একাধিক সমস্যার সমাধান করতে পারে এই ভেষজ। বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলা যায় উপকারী অ্যালোভেরা জেল। জেনে নিন কীভাবে বানাবেন।
আরো পড়ুন:
চুলে তেল দিতে গিয়ে ভুল করছেন না তো?
চুলের ধরন বুঝে পছন্দ করুন ‘হেয়ারকাট’
খুশকি ও চুল পড়া রোধ করবে পেঁয়াজ। টিপস জেনে নিন
৫টি বড় সাইজের অ্যালোভেরা পাতা ভালো করে ধুয়ে মুছে নিন। পাতা কেটে মাঝের নরম জেল বের করে নিন। ব্লেন্ডারে এই জেল ও ৪ চা চামচ গোলাপজল একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর বুদবুদ দেখা যাবে মিশ্রণে। একটি বাটিতে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করুন। চলে যাবে এই বুদবুদ। কাচের একটি বয়ামে ভরে নিন অ্যালোভেরা জেল। ৫ থেকে ৭ দিনের মধ্যে ব্যবহার করে ফেলবেন এই জেল।