চুলের আগা ফাটা রোধে যা করবেন
- কবিতা আক্তার
- জুন ২২, ২০২৩
চুলের আগা ফাটার কারণে স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে চুল। এর কারণে নিষ্প্রাণ হয়ে যাওয়ার পাশাপাশি চুল ভেঙে যাওয়া ও ঝরে পড়ার মতো সমস্যাও দেখা দেয়। চুলের আগা ফাটা রোধ করতে ঘরোয়া যত্নের বিকল্প নেই ।
চলুন জেনে নেওয়া যাক-
- একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টক দই মেশান। কয়েক ফোটা লেবুর রস আর কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে চুলের আগায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন।
- ডিমে রয়েছে প্রোটিন যা চুলে পুষ্টি যোগায়। ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আগা ফাটা কমবে পাশাপাশি চুল হবে উজ্জ্বল।
আরো পুড়নঃ এক গ্লিসারিনেই চুলের সব সমস্যা সমাধান
- কয়েক টুকরো পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলের আগায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ চুলের আগা ফেটে যাচ্ছে? জানুন সমাধান
- অ্যালোভেরা জেল কিছুক্ষণ চুলের আগায় লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
- নারিকেল তেল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিন চুল। আধাঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ভঙ্গুর চুলের জন্য খুবই কার্যকরী এই পদ্ধতি।
আরো পড়ুনঃ চুলের আগা ফাটা রোধে জাদুকরী হেয়ার প্যাক তৈরির পদ্ধতি
- চুলের স্টাইল করার জন্য তাপ প্রদান কারী যন্ত্র ব্যবহার করবেন না। চুলে কেমিক্যালযুক্ত রং ব্যবহার কারণেও ফাটতে পারে আগা।
- ভেজা চুল ঝাড়বেন না কিংবা আঁচড়াবেন না। নির্দিষ্ট সময় পর পর চুলের আগা কিছুটা কেটে নিন।