চুলে তেল রাখবেন কতক্ষণ জানুন
- কবিতা আক্তার
- ফেব্রুয়ারি ২৪, ২০২৪
চুলের যত্নে হেয়ার প্যাক ব্যবহার করা হোক না কেন তেল ছাড়া চুল পুষ্টি পায় না পুরোপুরি। নিয়মিত চুলে তেল ব্যবহার করলে চুলের রুক্ষতা কবে। চুলের কিউটিকলকে মসৃণ করে তোলে। শীতকালে শুষ্ক চুলের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তাই বছরের অন্যান্য সময় তো বটে শীতকালে তেল ব্যবহার করতে হবে আরো বেশি গুরুত্ব দিয়ে। শ্যাম্পু করার পর চুলের আদ্রতা হারিয়ে যায়।
তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার জরুরী। কিন্তু শ্যাম্পু করার আগে তেল ব্যবহার করলে চট করে চুলের আর্দ্রতা কমে না।
শুষ্ক চুলের সমস্যা এড়াতে চাইলে শ্যাম্পু করার আগে চুলে তেল মাখা জরুরি।
- শ্যাম্পু করার অন্তত ৩০ মিনিট আগে চুলে তেল ম্যাসাজ করুন। সম্ভব হলে ঘন্টাখানেক রাখুন তেল এরপর শ্যাম্পু করে নিন।
- চুলের যত্নে সঠিক তেল বেছে নেওয়া আবশ্যক চেষ্টা করুন ভেষজ নারকেল তেল ব্যবহার করতে।
আরো পড়ুনঃ সিজারের কাটা দাগ হালকা করতে মাসাজ বেশ উপকারী
- পরিমাণ মতো নারিকেল তেল হালকা গরম করে নিন। চাইলে কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। হালকা গরম করে তেল ব্যবহার করুন।
- অতিরিক্ত তেল ম্যাসাজ করতে যাবেন না চুলে।
- ময়লা চুলে তেল দেবেন না। পরিষ্কার চুলে তেল ম্যাসাজ করুন।
আরো পড়ুনঃ ঘুরে আসুন বালিয়াটি জমিদার বাড়ি থেকে
- অনেকের সারারাত চুলে তেল রেখে দেন এটি করবেন না। শ্যাম্পু ব্যবহারের এক বা দুই ঘন্টা আগে চুলে ম্যাসাজ করুন তেল।
- তেল দেওয়ার আগে আচড়ে নিন চুল। তেল দেওয়ার পর চুল আঁচড়ানো কিংবা টেনে বাধা অনুচিত।
- তেল দেওয়ার পর গরম পানিতে তোয়ালে ডুবিয়ে সেটা মুড়িয়ে রাখতে পারেন চুল। তবে গরম তোয়ালে খোলার সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবেন না। ১৫ মিনিট অপেক্ষা করুন।