খুব সহজেই বাসায় তৈরি হবে হেয়ার মাস্ক
- ওমেন্স কর্নার
- মে ৫, ২০২৪
চুল পড়ার সমস্যা কমবেশি সবারই আছে। এ সমস্যা সমাধানের জন্য চুলের দরকার বিশেষ যত্ন। চাইলে বাড়িতেই কিছু হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। চলুন সহজে বানানো যায় এমন কিছু হেয়ার মাস্ক সম্পর্কে জেনে আসি।
১। চুলের ফলিকল শক্তিশালী করে চুল পড়া রোধে ভালো কাজ করে ডিম। অন্যদিকে চুলের রুক্ষতা দূর করতে মধু বেশ কার্যকর। এই দুই উপাদানের সঙ্গে টক দই মিশিয়ে মাস্ক বানান। এরপর চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরো পড়ুন:
চুল কালো করুন ঘরোয়া উপায়ে
যেসব খাবারে পাবেন ঘন চুল
চুলের খুশকি দূর হবে নিমপাতায়
চুল ঘন করার ৮ প্রাকৃতিক উপায়
২। পাকা কলা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। পাকা কলা কচলে নিয়ে চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।চাইলে এর সঙ্গে অ্যাভোকাডোও মেশাতে পারেন।
৩। ডিমের কুসুমের সঙ্গে ক্যাস্টর অয়েল ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। এই মাস্ক ২০-৩০ মিনিট রেখে এরপর শ্যাম্পু করে ফেলুন।