প্রসাধনী ছাড়ায় বাড়বে আপনার ত্বকের সৌন্দর্য!
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ১৪, ২০১৮
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর বিষয়টি নিয়ে প্রসাধনী বাজার বর্তমানে গরম। যে করেই হোক কালো ত্বককে ফর্সা করতেই হবে। এমন কাজের ক্ষেত্রে কাঁচা হলুদের যথেষ্ট প্রাধান্য লক্ষ্য করা যায়। এজন্য কাঁচা হলুদের রস, মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজল দিয়ে মুছে নিন। এছাড়া সামান্য একটু কাঁচা হলুদ আর মধু মিশিয়ে প্যাক তৈরি করে লাগাতে পারেন। এরপর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখুন ত্বক কতটা মসৃণ ও কোমল হয়ে গেছে। এছাড়া, প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে, ধীরে ধীরে ত্বকের রঙ ফর্সা হয়। রক্ত পরিষ্কার করে, ত্বককে ভেতর থেকে সুন্দর করে। সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদের রস খেলেও সমান উপকারিতা পাওয়া যায়। যারা শুধু কাঁচা হলুদ খেতে পারেন না, তারা চিনি অথবা গুড় মিশিয়ে নিতে পারেন।
হলুদের রস তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব দূর করতে অনেক উপকারি ভূমিকা পালন করে থাকে। এটি ভিটামিন সি ও চন্দনের গুড়ার সাথে মিশে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণে সাহায্য করে। এজন্য সপ্তাহে একদিন এক চামুচ চন্দনের গুড়ার সাথে আধা চামুচ হলুদ গুড়া আধা কাপ কমলার রসে মিশিয়ে ভালোভাবে পেষ্ট করে নিতে হবে। এরপর সম্পূর্ণ মুখে মেখে কিছুক্ষন অপেক্ষা করে অত:পর তা ধুয়ে নিন।
তথ্য এবং ছবি : গুগল