ডার্ক আন্ডারআর্ম থেকে মুক্তি পান খুব সহজেই 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ৩১, ২০১৮

স্লিভলেস ড্রেসের শখ হোক আর যাই হোক, ডার্ক আন্ডারআর্ম কিন্তু কারো কাছেই কাম্য নয়। কন্টিনিউয়াসলি হেয়ার রিমুভাল ক্রিম, ওয়্যাক্স এবং কেমিকেলযুক্ত প্রডাক্ট ব্যবহারের ফলাফল হচ্ছে এই ডার্ক আন্ডারআর্ম। জেনে নিন কীভাবে ২ টি ধাপের মাধ্যমেই ডার্ক আন্ডারআর্ম থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও রয়েছে আরো কিছু টিপস - 

প্রথম ধাপ (প্রথম ধাপে রয়েছে স্টিমিং) : এই স্টিমিং করার ফলে আন্ডারআর্ম এর পোরগুলো ওপেন হবে এবং আন্ডারআর্ম এর ডার্কনেস দূর করা সহজ হবে। একটি বোলে গরম পানি নিবেন। পানিটা এতোটা গরম হবে, যতটুকু গরম আপনি সহ্য করতে পারেন। এই পানিতে এবার একটা ছোট টাওয়াল ভিজিয়ে নিন এবং অতিরিক্ত পানিটা চেপে ফেলে দিন। এবার এই টাওয়ালটা আপনার পরিষ্কার আন্ডারআর্ম এ হালকা চেপে চেপে ৫ মিনিট স্টিম নিয়ে নিন।

দ্বিতীয় ধাপ (এই প্যাকটি আন্ডারআর্ম এর ডার্কনেস দূর করবে)

আলুর রস : আলুতে রয়েছে ভিটামিন বি, সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার। এতে আছে মাইল্ড এসিটিক প্রোপার্টি, যা আন্ডারআর্ম এর ডার্ক প্যাচ দূর করতে সাহায্য করে। এটি একটি ন্যাচারাল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে।

বিটরুটের জুস : বিটরুটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন যা স্কিনকে হেলদি এবং কমপ্লেকশনকে গ্লোয়িং বানিয়ে দেয়।

ময়দা : ময়দা ট্যানিং রিমুভ করতে বেশ কার্যকরী। এটি নিউ স্কিন সেলস গ্রো করতে হেল্প করে এবং আন্ডারআর্ম এর ডার্কনেস দূর করে।

যেভাবে তৈরি করবেন :

– একটি আলু এবং বিটরুট নিয়ে একে একে গ্রেটারে গ্রেট করে নিন। এরপর এর জুসটা ছেঁকে নিন।

– এবার একটি বাটিতে ২ চা চামচ ময়দা, ২ চা চামচ আলুর রস এবং ১ চা চামচ বিটরুটের রস নিয়ে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।

যেভাবে ব্যবহার করবেন  : 

– স্টিম নেওয়ার পরেই এই প্যাকটা আঙুলের সাহায্যে আপনার ডার্ক আন্ডারআর্ম এ লাগিয়ে নিন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।

– ১০ মিনিট পর একটা লুফাহ নিয়ে ৫ মিনিট ধরে আন্ডারআর্ম স্ক্রাবিং করুন। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্টেপ ২ সপ্তাহে ২-৩ দিন করুন।

কিছু_টিপস- 

(১) আন্ডারআর্ম ওয়্যাক্স করার জন্যে হারবাল ওয়্যাক্স ব্যবহার করার চেষ্টা করুন।

(২) আন্ডারআর্ম এর হেয়ার রিমুভ করার পর এটলিস্ট ২ দিন কোনো বডি স্প্রে ব্যবহার করবেন না।

(৩) আন্ডারআর্ম এ হেয়ার রিমুভাল ক্রিমের ব্যবহার আন্ডারআর্মকে ডার্ক করে দেয়। তাই হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার না করাই ভালো।

(৪) গোসলের সময় অবশ্যই আপনার লুফাহ এর সাহায্যে আন্ডারআর্ম স্ক্রাবিং করে নিতে ভুলবেন না।

(৫) রাতে ঘুমানোর আগে আন্ডারআর্ম ওয়াইপ দিয়ে মুছে একটা ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন।

(৬) সবসময় অ্যালকোহল ফ্রি ডিও ব্যবহার করার চেষ্টা করবেন।

তথ্য এবং ছবি : গুগল

Leave a Comment