ত্বকের সমস্যা সমাধানে চন্দন ও দুধের প্যাক
- তানজিলা আক্তার
- মে ৩, ২০১৮
প্রাচীনকাল থেকেই সৌন্দর্যবর্ধনে চন্দন আর দুধের জুড়ি নেই। আমাদের দাদী, নানীরা বৃদ্ধ বয়সেও বেশ সুন্দর। ওরকম সুন্দর আমরা অনেক কিছু ব্যবহার করেও হতে পারিনা। কারন একটাই, তারা সবকিছু প্রাকৃতিক ব্যবহার করেছেন। আর আমরা প্রাকৃতিক ব্যবহারের কথা চিন্তাও করতে পারিনা।
চন্দন কাঠ ত্বকের দাগ, ব্রণ কমাতে অনেক বেশি সাহায্য করে। আর দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের পিএইচপির মাত্রা ঠিক রাখে। ত্বকের পুষ্টিমাত্রা ঠিক রাখতে চন্দন আর দুধের বিকল্প নেই। চন্দন আর দুধের প্যাক আমাদের ত্বকে, হাতে, পায়ে সৌন্দর্য এনে দেয়।
যা যা লাগবেঃ
- চন্দন গুঁড়া ২চামচ
- তরল দুধ ১কাপ
তৈরী ও লাগানোর পদ্ধতিঃ
- চন্দন ও দুধ ভালো করে মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- ১০ মিনিট পর চন্দন মুখে, হাতে, পায়ে লাগিয়ে ম্যাসাজ করতে হবে পাঁচ মিনিট। তারপর এমনি ত্বকে রেখে দিতে হবে।
- শুকিয়ে এলে হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে।
যা যা উপকার পাবেনঃ
- ত্বক দুই থেকে তিন টোন উজ্জ্বল হবে।
- ত্বকের দাগ কমবে।
- ত্বকের পোর সংকুচিত হবে।
- ত্বক সহজে বুড়িয়ে যাবেনা।
- ত্বকে থাকবে একট্রা গ্লো।
- রোদে পোড়া দাগ দূর হবে।
সতর্কীকরণঃ খেয়াল রাখবেন দুধ এবং চন্দন দুটোই যেনো খাঁটি হয়।
আর/এস