আপনার চুলের জন্য রূপকথার এক তেল !
- তানজিলা খান
- নভেম্বর ১৮, ২০১৭
চুল কম, চুল ঝরে, নতুন চুল উঠার নাম নেই, চুল রুক্ষ, শুষ্ক, খুশকি ?
আপনার মন চায় আপনার রূপকথার রাণী, রাজকন্যার মতো চুল হবে ! কিন্তু আজকাল কি আর তা হয়??? হবে না কেনো??? চাইলে হয়।
তবে আসুন জেনে নিই এক রূপকথার তেলের কথা।
কি কি লাগবে এই তেল বানাতেঃ
নারিকেল তেল ২৫০গ্রাম,
আমন্ড তেল ৫০গ্রাম,
কালিজিরা ১চা চামচ,
আমলকি গুড়া ১চা চামচ,
মেথি গুড়া ১চা চামচ,
শিকাকাই ১চা চামচ,
নিমপাতা গুড়া ১চা চামচ।
পদ্ধতিঃ
সকল উপাদান ১টি বোতলে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। তা পরপর তিনদিন রোদে দিয়ে রাখুন। হয়ে গেলো আপনার রূপকথার তেল।
ব্যবহারবিধিঃ
সপ্তাহে তিনদিন গোসলের আগে এই তেল চুলে দিবেন। ২ঘন্টা রেখে একটা ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন।
সাথে যা যা ফলো করবেনঃ
১. প্রতিদিন কমপক্ষে ২লিটার পানি পান করুন।
২. বালিশের কভার সপ্তাহে একদিন ধুয়ে ফেলুন।
৩. একটা করে ডিম খান প্রতিদিন।
৪. সবুজ শাকসবজি খান।
৫. ভেজা চুল আঁচরাবেননা।
৬. চুলে হিট কম দেয়ার চেষ্টা করুন।
৭. আলাদা চিরুনি ব্যবহার করুন।
১মাসেই ফলাফল দেখুন। আরো জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন ( https://www.facebook.com/womencornerbd/)