রিবন্ডিং করা চুলে কি করবেন আর কি করবেন না ?
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২৩, ২০১৭
সবার পছন্দ সোজা মসৃণ এবং ঝলমলে চুল। তাই বর্তমান সময়ে হেয়ার রিবন্ডিং পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হেয়ার রিবন্ডিং পদ্ধতিতে চুল প্রথম দিকে খুব সুন্দর থাকে। কয়েকদিন পর চুলে বেশ কিছু সমস্যা দেখা যায়। যেমন : চুল পড়া বেড়ে যাওয়া, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া,আগা ফেটে যাওয়া,চুলে ভাজ পড়া, কিছু অংশ বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি।
এমন সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক কারণ ক্যামিকেল ক্রিম ব্যবহারের ফলে চুলের ন্যাচারাল রূপ পরিবর্তন হয়। এভাবে চলতে থাকলে তো চুলের বারোটা বাজবেই সাথে একসময় মাথায় কোনো চুল অবশিষ্ট থাকবে না। চুল রিবন্ডিং করার সময় ক্যামিকেলের সাথে হিট ব্যবহার করা হয় একটি দীর্ঘ পদ্ধতির মাধ্যমে। এই জন্য চুলে কিছু সমস্যা হতেই পারে। তাই আপনার রিবন্ডিং চুলের যত্ন স্বাভাবিকের চেয়ে একটু বেশিই হবে। নিয়মিত পরিচর্চার মাধ্যমে রিবন্ডিং করা চুলকে দীর্ঘ সময়ের জন্য সুন্দর রাখা সম্ভব।
রিবন্ডিং করা চুলের যত্ন কীভাবে নেয়া যেতে পারে সেই সম্পর্কে কিছু ধারণা দেয়া হলো :
(১) সপ্তাহে অন্তত তিন দিন চুলে তেল লাগাবেন। নারিকেল তেলের সাথে আমলকি ফুটিয়ে ঠান্ডা করে শ্যাম্পু করার আগে মাথার তালুতে লাগিয়ে ম্যাসাজ করুন।
সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। তবে চুলের গোড়ায় কন্ডিশনার লাগাবেন না।
(২) শ্যাম্পু করার পর দুই লিটার পানিতে কয়েক ফোটা ভিনেগার মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এতে চুল মসৃণ হবে। চুলে খুশকির সমস্যা এড়াতে মাথার তালুতে লেবু বা পেঁয়াজের রস লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
(৩) চুলের রুক্ষতা কমাতে শ্যাম্পু করার পর এক মগ পানিতে এক চামচ মধু মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন।
(৪) ১৫ দিন অন্তর অন্তর চুলে স্পা করুন। স্পা ক্রিম কিনে ঘরে বসেই স্পা করতে পারেন অথবা ঘরে বসেই হেয়ার স্পা তৈরি করুন। এক্ষেত্রে দুই টেবিল চামচ দুধ ও দুই টেবিল চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করে চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
(৫) ২ সপ্তাহ অন্তর অন্তর চুলে প্রোটিন ট্রিটমেণ্ট করুন। ঘরে বসেই তা করতে পারেন। দুটি ডিম, এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে ৩০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে নিন।
(৬) চুলের আগা দুই মাস অন্তর কাটুন। খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন যেন ভেতর থেকেও চুল পুষ্টি পায়।
রিবন্ডিং করা চুলে যে কাজগুলো করা যাবে না সেই বিষয়েগুলো একটু জেনে নিন :
(১) রিবন্ডিং করার তিন দিন পর্যন্ত চুলে পানি লাগাবেন না এবং কোনো প্যাক ব্যবহার করবেন না।
(২) বাইরে বের হওয়ার সময় ছাতা,স্কার্ফ, হেট ব্যবহার করুন।
(৩) চুলে কালার, হাইলাইটিং, মেহেদী বা হেনা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
(৪) চুল শুকাতে হেয়ার ড্রায়ারের ব্যবহার যতটুকু সম্ভব এড়িয়ে চলুন।
(৫) রিবন্ডিং এর এক মাস পর্যন্ত চুল বাঁধা যাবেনা বা কানের পেছনে রাখা যাবে না।
(৬) চুলে বেণী বা এ ধরনের হেয়ার স্টাইল করা থেকে বিরত থাকুন।এ ধরনের হেয়ার স্টাইলে চুলে ভাজ পড়ে যেতে পারে।
(৭) চুলে গরম পানি ব্যবহার করবেন না।
তথ্য এবং ছবি : গুগল