এবার তেলে হবে আপনার রূপচর্চা !
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২৫, ২০১৭
রূপচর্চার জন্য আমরা নানা কিছু ব্যবহার করে থাকি। লেবু, শসা, টমেটো কি নেই সেই তালিকায় ? একেকটি উপাদান ত্বকের উপকারে একেক রকম ভূমিকা পালন করে। রূপচর্চার তালিকায় বিভিন্ন রকম তেলও রয়েছে। কোন তেল আমরা ব্যবহার করি চুলের জন্য, কোন তেল আবার রূপচর্চায় ! আজ আমরা জানবো রূপচর্চার জন্য উপকারী কিছু তেলের কথা।
(১) তিসির তেল শরীর ডিটক্স করে মেটাবলিজমের হার ঠিকঠাক রাখে। সে কারণে তিসির তেল ব্যবহার করে শরীরের মাপ আয়ত্তে রাখা যায়।
(২) ক্যাস্টর অয়েল ভ্রু এবং চোখের পাতায় লাগালে ভালো ফল পাওয়া যায়। চোখের পাতা এবং ভ্রু ঘন হয়।
(৩) তিল তেল দাঁতের মাড়ির সমস্যা মেটাতে সাহায্য করে। মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি আলদা হয়ে যাওয়া রোধ করে।
(৪) আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে। যা আপনার নখ এবং কিউটিকলের আর্দ্রতা বজায় রাখে। একইসঙ্গে নখের হলুদ ছোপও দূর করে।
(৫) হিবিসকাস অয়েল চুল পড়ার সমস্যা দূর করে। সেইসঙ্গে চুল দ্রুত বেড়ে ওঠে।
(৬) টি ট্রি অয়েল বা চা গাছের তেল ব্রণর সমস্যা দূর করে।
(৭) শীত কালের সব থেকে বড় সমস্যা হল পা ফাঁটা। সেই সমস্যা থেকে রেহাই পেতে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এতে দারুণ ফল পাওয়া যায়।
তথ্য এবং ছবি : গুগল