বর্ষায় আপনার চুলের যত্ন নিচ্ছেন তো?
- ওমেন্সকর্নার ডেস্ক
- জুলাই ২৮, ২০১৮
বর্ষায় চুল হয়ে পরে স্যাঁতসেঁতে আর নির্জীব। এই সময় চুলে খুশকি ও অন্যান্য ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাও দেখা যায়। এই সময় চুলে তেল দিলে অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। বর্ষায় চুলের যত্নের কিছু টিপস জেনে নিন :
- এই বর্ষায় অন্তত একদিন পর পর চুলে শ্যাম্পু করুন। এতে চুল ময়লা হবার সুযোগ পাবে না।
- গোসলের পর প্রতিবার চুল ভালো করে শুকিয়ে নিন।
- বাড়তি তেলের জন্য স্যাঁতসেঁতে ভাব হলে চুলে লাগিয়ে নিন ফেটানো টক দই। পরে শ্যাম্পু করে ফেলুন। এতে তৈলাক্ত চুলের তেলতেলে ভাব কম হবে।
- শুষ্ক চুল যদি নির্জীব বা স্যাঁতসেঁতে লাগে, তাহলে ডিম, টক দই একত্রে ফেটিয়ে নিয়ে লাগান।
- এই বর্ষায় চুলে মেহেদি লাগাতে যাবেন না। এতে স্যাঁতসেঁতে ভাব বাড়বে।
সূত্র : গুগল