`পিল অফ মাস্ক` আপনার মলিন ত্বককে উজ্জ্বল করবে
- ওমেন্সকর্নার ডেস্ক
- নভেম্বর ২৯, ২০১৭
ঠিক মতো ত্বকের যত্ন না নিলে এবং রোদ , ধুলা বালি আরও অজানা অনেক কারণে আমাদের ত্বকের উপর কালচে ছাপ পড়ে যায়। যার জন্য ত্বক রুক্ষ এবং শুষ্ক দেখায়। আমরা চাইলে এর সমাধান ঘরে বসেই করতে পারি। ব্রাইটেনিং পিল অফ মাস্ক যা খুব অল্প সময়েই মুখের কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখায়।
পিল অফ মাস্ক তৈরী করতে যা যা লাগবে :
(১) ১/২ কাপ গ্রিন টি
(২) অর্ধেক পরিমাণ লেবু
(৩) ১ চা চামচ মধু
(৪) ২ প্যাকেট জেলেটিন, প্লেইন এবং গন্ধমুক্ত
(৫) ২ টি ডিমের সাদা অংশ
(৬) ১ টি ভিটামিন ই ক্যাপসুল
যেভাবে তৈরি করবেন :
গ্রিন টি এবং ২ প্যাকেট জেলেটিন ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর লেবুর রস যোগ করুন। মধু এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
মিশ্রণটি ২০-২৫ সেকেন্ড এর জন্য মাইক্রওভেনে রাখুন যেন জেলেটিন পুরোপুরি গলে যায়। এরপর এটিকে ঠাণ্ডা করুন, চাইলে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন। সবশেষে ডিমের সাদা অংশ যোগ করুন। মনে রাখবেন ডিমের সাদা অংশ অবশ্যই সবশেষে যোগ করতে হবে।
যেভাবে মুখে লাগাবেনঃ
মুখ পরিস্কার করে শুকিয়ে নিন। এবার পুরো মুখে মিশ্রণটি লাগিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন মোটা করে লাগানো হয় তা না হলে উঠানোর সময় সমস্যা হতে পারে। আপনি চাইলে মেকআপ ব্রাশ ব্যবহার করতে পারেন তবে আঙুলের সাহায্যে ভালো হয়।
প্রথমে একবার দিয়ে ৩ মিনিট বসে থাকুন। এরপর একই ভাবে এর উপর আরেকটি লেয়ার দিন। এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। স্কিনে টান টান অনুভূত হলে বুঝবেন এটি কাজ করছে। যখন এটি পুরোপুরি শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে এটি তুলে ফেলুন।
মুখের যে অংশের পিল উঠবেনা সে অংশে কাপড় ভিজিয়ে আস্তে করে ঘষুন। উঠে যাবে। এবার মুখ ধুয়ে ময়েশচারাইজার লাগিয়ে নিন।
তথ্য এবং ছবি : গুগল