আপনার চুলের খুশকি দূর করুন এখনই
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২২, ২০১৭
খুশকি চুলের মারাত্মক একটি সমস্যা। বেশীরভাগ মানুষই এই সমস্যায় জর্জরিত। অ্যান্টি ডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করে সাময়িক সমস্যার সমাধান হলেও পুরোপুরি মুক্তি পাওয়া যায় না। খুশকিতে যেমন চুল পড়ে, তেমনি মাথার ওপর সাদা সাদা খুশকি ভেসে বেড়ানোর কারণে দেখতেও খারাপ লাগে। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুশকি দূর করা যায় আজ তা জেনে নিই।
(১) এক মগ পানির মধ্যে তাজা নিম পাতা নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ছাকনি দিয়ে ফুটানো পানিটা ছেঁকে নিন। এই পানি দিয়ে সাপ্তাহে ৪-৫ বার মাথা ধুয়ে নিন। মাথা ধোয়ার ১০মিনিট পর আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নিন।
(২) গাজর পিষে নিন। তারপর ওই পিষা গাজর চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে ২০মিনিট রেখে দিন। তারপর আয়ুর্বেদিক কোন শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নিন।
(৩) রাতে ১০০গ্রাম মেথিদানা পানির মধ্যে ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো মেথিদানা পিষে নিন। পিষানো মেথিদানা চুলের গোড়ায় লাগিয়ে ২০মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন।