চুল পাকার কারণ এবং প্রতিকার জানুন
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২২, ২০১৭
বয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে এটা প্রাকৃতিক কারণ। কিন্ত অনেকের কম বয়সেই চুল পেকে যায়। চুল পাকার আসল কারণ হলো চুলের কোষে রঙীন পিগমেন্ট উৎপন্ন হয় যাকে মেলানিন বলে ৷ বয়স বাড়ার সাথে সাথে চুলে রঙিন পিগমেন্টের মাত্রা কমতে থাকে। চুলে যখন বাতাস লাগে তখন পিগমেন্টের অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, ফলে চুল সাদা হয়ে যায়। চুল সাদা হবার আরো কিছু কারণ রয়েছে। চলুন চুল সাদা হবার কারণগুলো জেনে নিই।
চুল পাকার কারণ :
- মানসিক টেনশন
- অনিয়মিত খাবার খাওয়া
- জল এবং বায়ু দূষন
- টাইফয়েড বা লিভার সংক্রান্ত কোন রোগ হলে চুল পেকে যায় ৷
- অত্যাধিক গরম জলে মাথা ধোওয়া
- চুল পরিষ্কার না করা।
- চুলে অত্যাধিক পরিমাণে ডাই ও রাসায়নিক পদার্থ প্রয়োগ করা
চুল পাকা রোধ করার কিছু প্রাকৃতিক উপায় :
(১) মেহেদির পাতা এবং আমলকী এক সাথে ভালো করে বেটে চুলে লাগান। দেড় ঘন্টা রেখে মাথা ভালো করে ধুয়ে ফেলুন।
(২) কাড়ি পাতা খেতে পারেন। এই পাতা খেলে চুল সাদা হবে না।
(৩) শুধু আমলকীর রস মাথায় লাগাতে পারেন। তাতে আপনার চুল সহজে সাদা হবে না।
(৪) নারকেলের তেল এবং মেহেদী পাতার রস ভালো করে সেদ্ধ করে নিন। তারপর ওই তেলটা মাথায় লাগিয়ে দুইঘন্টা পর ধুয়ে ফেলুন। এতে চুল একদিকে পুষ্টি পাবে , অন্যদিকে সাদা হওয়া রোধ করবে।