ত্বকের বলিরেখা দূর করার প্রাকৃতিক উপায়
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৪, ২০১৭
বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়ে যায়। প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে যা প্রয়োগ করে আপনি অনায়াসেই এই বলিরেখা থেকে মুক্তি পেতে পারেন। চলুন বলিরেখা দূর করার উপায়গুলো জেনে নিই ৷
(১) বেসন, লেবু এবং মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করুন। তৈরী করা পেস্টটা মুখে লাগিয়ে কিছুক্ষন পর ধুয়ে ফেলুন। এতে সহজেই মুখের বলিরেখা দূর হবে।
(২) মাত্রাতিরিক্ত রোদের প্রভাবে মুখে বলিরেখা তৈরী হয়। রোদ থেকে যতটা পারেন নিজেকে বাঁচিয়ে চলুন।
(৩) বেশি করে আপেল খান। আপেলের খোঁসা শুকিয়ে তা গুঁড়া করে মুখে লাগান। এতে অনেক উপকার পাবেন।
(৪) রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে দুধের স্বরের মধ্যে বাদাম মিশিয়ে পেস্ট তৈরী করে মুখে লাগান। এতে বলিরেখা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ৷
(৫) প্রতিদিন বেশি করে সালাদ খাবেন।
(৬) দিনে একবার করে হলেও গাজরের রস খাবেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন।
(৭) টমেটো কেটে মুখে লাগান। এতে বলিরেখার প্রকোপ থেকে বাঁচবেন