প্রাকৃতিক উপায়ে চুলের উঁকুন মুক্ত করুন

  • কবিতা আক্তার
  • আগস্ট ৯, ২০১৯

চুলে খুশকি নেই, তবুও সারাক্ষণ মাথা চুলকায় এমন সমস্যা অনেকেরই। যারা উঁকুনের সমস্যায় ভুগছেন তারা নিশ্চয় জানেন, এই সমস্যাটা কতটা চিন্তার। উঁকুনের জন্য মাথা থেকে হাত নামেই না অনেকের আর এর জন্য হতে হয় হেনস্তার স্বীকার। ছোটবেলা থেকেই অনেকের মাথায় উঁকুনের বসবাস। আসুন জেনে নেই কিভাবে সহজ উপায়ে উঁকুন তাড়াতে পারবেন।

যা লাগবে
- ২ চামচ নারকেলের দুধ,

- ২ চামচ পাতিলেবুর রস,

- ২ চামচ নিমপাতা বাটা।

সবগুলো একসাথে মিশিয়ে পেস্ট করে নিন। প্রয়োজনে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে। এই পেস্টটি ভালোভাবে মেখে ৪০মিনিট অপেক্ষা করতে হবে। এরপর মাথা শ্যাম্পু করুন। দেখুন কত সহজে আপনি আপনার চিন্তা উঁকুন থেকে বেরিয়ে আসতে পারছেন।

তবে যাদের মাথায় উঁকুনের পরিমাণ বেশি তারা ১৫-২০দিন এই প্যাক লাগান উঁকুন থেকে মুক্তি পাবেন।

কেএস/

Leave a Comment