ঘরে বানান চুলের জট ছাড়ানোর স্প্রে
- ওমেন্সকর্নার ডেস্ক
- এপ্রিল ৯, ২০২০
পরিবেশ দূষণ থেকে আমরা চাইলে খুব সহজে মুক্তি পাবো না। তাই বলে তো আর ত্বক আর চুলের যত্ন থেমে থাকবে না। ধুলা ময়লা আর রুক্ষ্মতায় চুলের এমন অবস্থা হয় যে চুলে চিরুনি লাগালেই মুঠোই মুঠোই চুল ছিঁড়ে আসে। চুলের এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরে বানান জট ছাড়ানোর স্প্রে।
উপকরণ :
- এককাপ আপেল সাইডার ভিনিগার
- এককাপ পানি
- এক চা চামচ জোজোবা অয়েল
- ৩০ ফোঁটা এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার বা ক্যামোমাইল সবচেয়ে ভালো কাজ করে)
- পরিষ্কার স্প্রে বোতল।
প্রণালী : প্রথমে এসেনশিয়াল অয়েলটুকু আপেল সাইডার ভিনিগারে ঢেলে দিন, তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দিন। এবার জোজোবা অয়েল যোগ করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর পানি দিয়ে আর একবার মেশান। যদি মিশ্রণটি বেশি ঘন মনে হয়, আরও খানিকটা পানি দিয়ে তরল করে নিন, তারপর স্প্রে বোতলে ঢেলে রাখুন। গোসলের পর আধভেজা চুলে এই মিশ্রণটি স্প্রে করে নিন। স্প্রে করার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তারপর গোটা চুলে স্প্রে করবেন। কয়েকমিনিট রেখে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। চুলের জট ছাড়বে সহজেই।