শীতে পরিপূর্ণ রুপচর্চা
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ১৫, ২০২০
সারাদিন রোদ থাকে আর সন্ধ্যার পর থেকে ঠান্ডা শীত এসেই গেলো। আবহাওয়ার সাথে সাথে ত্বকেরও পরিবর্তন হচ্ছে। এখন থেকেই ত্বকের খুটিনাটি যত্ন নিলে সারা শীতে থাকতে পারবেন সতেজ। শীতে ত্বক স্পর্শকাতর হয়ে যায়, সাথে দেখা দেয় ত্বকের অনেক রকম সমস্যা শুষ্কতা, ব্রণ উত্যাদি।
ত্বকের যত্ন: শীতে ধুলা বালি অনেক বেড়ে যায় তাই যতটা সম্ভব ত্বক পরিষ্কার রাখতে হবে। শীতকালে ত্বক কখনো একটু অদ্ভুত আচরণ করে, ত্বকে মিশ্র একটা ভাব দেখা দিতে পারে। মুখের টি- জোন অর্থাৎ নাক- কপালের অংশ ছাড়া বাকি জায়গা শুষ্ক হয়ে যেতে পারে। তাই ভালো ফেসওয়াস মুখে ব্যবহার করুণ। একটু বেশি শুষ্ক হলে ক্রিম ক্লেনজার, ক্লেনজিং মিল্ক অথবা গ্লিসারিন ব্যবহার করুন।
- শুষ্ক ত্বকের ভারী ময়েশ্চরাইজার লাগানো উচিত। সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে, সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।৩/৪ ঘন্টা পর মুখ মুছে নিয়ে নতুন করে লাগাতে হবে।
আরো পড়ুনঃ পিরিয়ডের সময় স্তন ব্যথার কারণ এবং প্রতিকার
- যদি মেকআপ তবে অব্যশই ভালোভাবে পরিষ্কার করতে হবে। মেকআপ তুলতে বেবি অয়েল বা মেকআপ রিমুভার ব্যবহার করুণ এবং শেষে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চরাইজার লাগান।
- রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো নাইট ক্রিম অথবা ভালো আমন্ড অয়েল লাগাতে পারেন। আমন্ড অয়েল ময়েশ্চরাইজার যেমন করবে সাথে ত্বকের উজ্জলতা বাড়ানো, ব্রণ, বয়সের ভাঁজ কমানো দূর করতে সাহায্য করবে।