ত্বকের কালো দাগ ছোপ নিমিষেই দূর করবে চিনি, জানুন বিস্তারিত
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ২৯, ২০২০
ত্বকের কালো দাগ দূর করতে চিনি খুবই উপকারী। আসুন জেনে নেই...
- ত্বকের স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করে চিনি। ত্বকের মৃতকোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন মুখ। মৃত কোষ উঠে ঝলমলে হবে ত্বক।
- ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চিনি বেশ উপকারী। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক-চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। ধোয়ার সময় স্ক্রাব করে নিতে পারেন। সপ্তাহে দুবার এটা লাগাতে পারেন।
আরো পড়ুনঃ মশলাদার বিফ স্টেক
- শীতের সময় ঠোঁট ফাটার সমস্যা ঠিক করতে সাহায্য করে চিনি। বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম হওয়ার পাশাপাশি ঠোঁট শুষ্ক হবে না এবং ফাটবেও না।
- ওজন কমলে বাড়লে তোকে স্ট্রেচ মার্ক পরে। মা হওয়ার পর পেট এ ফাটা দাগ দেখা যেতে পারে তেমন সমস্যা হলে চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।