মাত্র ৫ মিনিটে মুখের দাগ স্পট দূর করার সহজ উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১, ২০২০
প্যাকটি বানাতে উপকরণঃ
- ২ চামচ কফি পাউডার নিন। কফিতে ক্যাফেইন ও অ্যান্টি এক্সিডেন্ট থাকায় এটি ত্বক হতে মৃত কোষ দূর করে ত্বককে ফ্রেস ও ইয়াং করে তুলবে।
- ১ চামচ বেসন,
- ৩ চামচ টক দই, ও
- ১টি ভিটামিন ই নিয়ে এদেরকে খুব ভালো করে মিস্ক করে স্মোথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের ত্বকের মধ্যে সারাদিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে। উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয় গেলে,এটিকে ত্বকের উপর এপ্লাই করে নিন।
আরো পড়ুনঃ আপনার শিশুকে সুন্দর, মার্জিত আচরণ শেখান সহজেই
ত্বক হতে কালোদাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করতে দইয়ের কোন তুলনায় হয়না। দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি ৫ ত্বক হতে হতে দাগকে সরিয়্ব দেয় আর দইয়ের মধ্যে থাকা রাইনো ফ্লেবিন ত্বক ইয়াং ও গ্লো হয়ে উঠবে। প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি ত্বকের ওপর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিন।