ব্রণ ও বলিরেখা দূর করে কলার খোসার অসাধারণ ব্যবহার শিখে নিন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১, ২০২০
কলার খোসায় রয়েছে এন্টিঅক্সিডেন্ট, ফ্যাটি এসিড, আয়রন, পটাশিয়াম ও জিংক। এসব উপাদান ত্বকের যত্নে অনন্য। বলিরেখা ও ব্রণ দূর করতে পারে কলার খোসা। জেনে নিন উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য কলার খোসা কিভাবে ব্যবহার করবেন।
ব্রণ দূর করতেঃ কলার খোসা ব্লেন্ড করে নিন। ২ টেবিল-চামচ কলার খোসার পেস্ট এর সঙ্গে আধা চা চামচ মধু ও আধা চা-চামচ হলুদ মেশান। ফেস প্যাকটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন ত্বকে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।
আড় পড়ুনঃ জন্মগতভাবেই বাচ্চা কেন প্রতিবন্ধী হয়? জেনে নিন প্রতিকার
বলিরেখা দূর করতেঃ টানটান ত্বকের জন্য একটি কলার খোসা পেস্ট করে ডিম মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণের দাগ দূর করতেঃ রাতে ঘুমানোর আগে কলার খোসার ভেতরের অংশ ঘষুন ব্রণের দাগের উপর। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।