ব্রণমুক্ত উজ্জ্বল ফর্সা ত্বক পেতে কাঁচা হলুদের ফেস মাস্ক
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১, ২০২০
প্রয়োজনীয় উপাদানঃ
- কাঁচা হলুদের পেস্ট এক চামচ,
- দুধের ছানা এক চামচ,
- মধু এক চামচ।
হলুদের ফেসমাস্ক তৈরির ধাপঃ মাস্কটি তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিন। সব উপাদান ভালো করে মিশে গেলে কোন ব্রাশ বা তুলার সাহায্য না নিয়ে নিজের হাতের সাহায্যে মুখের উপর এপ্লাই করুন।
আরো পড়ুনঃ কিভাবে বুঝবেন আপনার বাচ্চা ঠিকমত খেয়েছে কিনা?
এই মাস্ক এপ্লাই করার পর ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর ত্বক নরমাল পানিতে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ে ফেলার পর আপনার মুখ টিস্যু বা সুতার কাপড়ের সাহায্যে মুছে ফেলুন।