মাত্র ১৫ মিনিটে ত্বককে দ্রুত ফর্সা ও গ্লোয়িং বানানোর ফেসপ্যাক
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ২, ২০২০
এ ফেসপ্যাকটি স্কিনের সকল দাগকে দূর করে দিবে এবং ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।
- দুই চামচ সেদ্ধ করা গাজরের পেস্ট নিচ্ছি। গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি। গাজর ত্বক ফর্সা করার জন্য খুব ভালো প্রাকৃতিক উপাদান। ত্বকে ব্যবহার করার পাশাপাশি প্রতিদিন একটি করে গাজর খেলে ত্বক উজ্জ্বল থাকবে।
- ১ চামচ টকদই। দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি৫ ত্বক থেকে কালো দাগ বয়সের ছাপ, ব্রণের দাগ দূর করে ত্বককে করে তুলবে।
- ১/২ চামচ অলিভ অয়েল। যাদের ত্বক অয়েলি তারা অলিভ অয়েল এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন।
আরো পড়ুনঃ মুগডালের লাড্ডু রেসিপি
- একটি ভিটামিন ই। ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও নরম করে তোলে। এখন সবগুলো উপাদানকে মিক্স করে নিব। এটি কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেইস প্যাক। এটি ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া কালো দাগ, ব্রণ ও বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেলে এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায় এপ্লাই করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর ত্বক পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।