চুল লম্বা ও ঘন করতে মধুর সেরা তিনটি উপকারীতা
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ৩, ২০২০
মধুতে থেকে অনেক উপকারীতা পাওয়া যায়। আসুন তা জেনে নেই...
নতুন চুল গজাতে সাহায্য করে: মাথার তালু যদি সুস্থ হয় তাহলে মাথায় নতুন চুল গজাতে সক্ষম হয়। মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা চুলের ড্যামেজকে প্রতিরোধ করে এবং চুলের গ্রন্থিকোষ ও মাথার তালুকে সুস্থ করে তোলে। যার ফলে মাথায় নতুন চুল গজাবে এবং চুল লম্বা হবে।
আর পড়ুনঃ বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় থাকে কেন?
চুলকে খুশকি মুক্ত রাখা: আমাদের মাথার তালুর মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমিত হলে খুশকি হয়। মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি পাংগাল প্রোপার্টি রয়েছে এই প্রোপার্টি গুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মাথার ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে রক্ষা করে চুলকে খুশকি মুক্ত রাখে।
চুলকে কন্ডিশন করবে: চুলের জন্য মধুকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়ে থাকে। মধু চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে চুলকে নরম ও সিল্কি বানায়।