ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ৩, ২০২০
বেশির ভাগ ক্ষেত্রে খোলা থাকার কারনে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্নে অবহেলার কারণে ঘাড় ও গলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আসুন জেনে নিই ঘাড় ও গলার দাগ দূর করার কিছু ঘরোয়া টোটকা...
লেবু: লেবু রোদে পোড়া দাগ দূর করে ও ত্বক উজ্জল করে। তাই আপনি একটুরো লেবু নিয়ে সরাসরি আপনার গলা বা ঘাড় ম্যাসেজ করুন এবং চাইলে গোলাপ জল দিয়ে ব্যবহার করতে পারেন।
নারিকেল তেল: নারিকেল শুধু আমাদের ত্বককে পুষ্টির যোগান দেয় না এটি আমাদের ত্বকের পোড়া ভাব দূর করে। পরিমাণ মতো নারিকেল তেল হাতে নিয়ে ঘাড় ও গলায় ম্যাসেজ করুণ।
আরো পড়ুনঃ বিয়ে বাড়ির পোলাও
বেকিং সোডা: পরিমাণ মতো পানি নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশ্রণ করুণ তারপর গলা ও ঘাড়ে পরিমাণমতো লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শসা: শসা আমাদের ত্বককে প্রকৃতিক ভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। তাই আপনার ঘাড় ও গলায় শসার রস ব্যবহার করুণ নিয়মিত।
মধু: ঘাড় ও গলার ত্বক উজ্জল করতে ও ময়লা দূর করতে মধু ব্যবহার করুণ।পরিমাণ মতো মধু নিয়ে ম্যাসেজ করুণ তারপর ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ টেস্টিং সল্ট’ স্বাস্থ্যের জন্য উপকারী, নাকি ক্ষতিকর?
অ্যালোভেরা: অ্যালোভেরা জেল নিয় গলা ও ঘাড়ে ম্যাসেজ করুণ, প্রতিদিনের ব্যবহারে দেখবেন ঘাড় ও গলার ত্বক উজ্জল হবে।