শুষ্ক চুলকে সিল্কি বানান প্রাকৃতিক উপায়ের সাহায্যে, জেনে নিন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ৪, ২০২০
চুল তখনই শুষ্ক হতে শুরু করে যখন চুলে থাকা ময়েশ্চারাইজারের ঘাটতি হয়। তাই শুষ্ক চুলকে নরম ও সিল্কি বানাতে হলে চুলকে ময়েশ্চারাইজ করতে হবে।
দুধ ও মধুর হেয়ার মাস্ক উপকরণঃ
- হাফ কাপ ফুল ফ্যাট দুধ বা মিল্ক (দুধের ক্রিম ব্যবহার করতে পারেন যদি আপনার চুল খুব মোটা হয়)।
- এক চা চামচ মধু। কিভাবে ব্যবহার করবেন? দুধ হালকা গরম করে নিন। এবার দুধে এক চা চামচ মধু মিশিয়ে নিন খুব ভালো করে। যদি দুধের ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে তা গরম করতে হবে না। মধুর সাথে ভালো ভাবে মিশিয়ে নিলেই হবে। স্প্রে বোতলে এবার মিশ্রণটি ভরে নিন।
আরো পড়ুনঃ কিছু খাবার আপনার ওজন বাড়াবে না! জেনে নিন বিস্তারিত
ভালো করে চুলে ও মাথার স্ক্যাল্পে মাস্কটি লাগান। যদি স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে হালকা করে চুলে ও মাথার স্ক্যাল্পে লাগান। এতে ভালো ফল পাওয়া যাবে। মাস্কটি লাগানোর পর নরম কাপড় বা তোয়ালে দিয়ে মাথা পুরো ঢেকে নিন।
খেয়াল রাখবেন এটি লাগিয়ে রোদে বেরবেন না। ২০ থেকে ৩০ মিনিট পর কাপড় বা তোয়ালে খুলে নিন। এবার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হেয়ার ক্লিঞ্জার শ্যাম্পু লাগিয়ে চুল ভালো করে ধুয়ে নিন।