কালো ত্বক উজ্জ্বল করবে গুঁড়ো দুধের ফেস মাস্ক তৈরির এই পদ্ধতি!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ২৭, ২০২০
অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন আপনারা। কিন্তু সবসময় তা কাজ দেয় না। অনেক ক্ষেত্রে সেগুলো দামীও হয়। কিন্তু আজ আমরা এমন ঘরোয়া পদ্ধতির কথা জানাতে চলেছি, যা মূলত কালো গায়ের রঙ যাদের তাঁদের ক্ষেত্রে খুবই উপকারী। ত্বক উজ্জ্বল বানাবে এই মাস্ক আপনাদের। গুঁড়ো দুধ কিন্তু ত্বকের জন্য খুব উপকারী। বিশেষ করে, যাদের শুষ্ক ত্বক তাঁদের ত্বক হাইড্রেট রাখতে খুবই উপকারী গুঁড়ো দুধ।
উপকরণঃ
- ২ চামচ গুঁড়ো দুধ,
- হাফ চামচ আমন্ড অয়েল,
- ২ চামচ লেবুর রস,
- ২ চামচ মধু।
আরো পড়ুনঃ সন্তান জন্মের প্রস্তুতি নিন
পদ্ধতিঃ একটি পাত্রে সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মাখুন। তারপর সেই মিশ্রণ মুখে রেখে দিন ২০ মিনিট মতো। এবার ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। অনেক ভালো উপকার পাবেন। ত্বক হবে উজ্জ্বল।