জেনে নিন গ্লিসারিনের ব্যবহার সিল্কি চুল পেতে!
- কবিতা আক্তার
- জানুয়ারি ৩, ২০২১
আপনিও যদি চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় পড়ে থাকেন তবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। চুল সিল্কি এবং উজ্জ্বল রাখতে গ্লিসারিন খুবই কার্যকর। তাহলে আসুন জেনে নেই চুলে এটি প্রয়োগ করার সঠিক উপায়...
- ফ্রিজি চুলকে সিল্কি করে তুলতে এবং গ্লিসারিন চুলের যত্নের জন্য খুবই উপকারী। এছাড়া গ্লিসারিন খুশকি দূর করতেও কার্যকর। চুল ফাটা দূর করতে গ্লিসারিন এর সাহায্যে খুশকি এবং চুল ফাটা থেকেও মুক্তি পাওয়া যায়।
আরো পড়ুনঃ দূর্ঘটনায় কোমরের হাড় ভাঙলে কী করবেন?
খুশকির জন্য গ্লিসারিনে কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। কিছুদিন পর আপনি এর প্রভাব দেখতে পাবেন।
- কন্ডিশনার এর মত করে গ্লিসারিন ব্যবহার করুন। গ্লিসারিন স্ক্যাল্প হাইড্রেট করার পাশাপাশি চুলের গোড়াও শক্তিশালী করে। কন্ডিশনার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে, চুল ধোয়ার পরে কয়েক ফোঁটা গ্লিসারিন লেবুর রসের সঙ্গে মিশিয়ে চুলে লাগান।
১০ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল নরম এবং শাইনি হবে।