প্রাকৃতিকভাবে ও ঘরোয়া উপায়ে স্থায়ী রং ফর্সা করার পদ্ধতি জানুন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ২৬, ২০২১
প্রাকৃতিক উপায় এবং ঘরোয়াভাবে গায়ের রং ফর্সা করার রয়েছে সহজ উপায়। শুধু তাই নয়, এই ফর্সা রং টা হবে স্থায়ী। কারণ সৌন্দর্য সেটাই, যা ভেতর থেকে আসে। চলুন জেনে নেয়া যাক প্রাকৃতিক ভাবে রং ফর্সা করার পদ্ধতি -
দুধ ও কাঁচা হলুদঃ রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধে আধা চা-চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। চাইলে এর সঙ্গে মধু ও মিশিয়ে নিতে পারেন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা।
আরো পড়ুনঃ ঝাল ঝাল মজাদার বোম্বাই মরিচের আচার
দুধে কাঁচা হলুদ বাটা না মিশিয়েও আরেকটি কাজ করতে পারেন। দেড় ইঞ্চি সাইজের এক টুকরো হলুদ নিন। তারপর টুকরো করে কেটে এক গ্লাস দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধ গাঢ় হলুদ রং ধারণ করলে পান করুন। এভাবে প্রতিদিন একবার করে পান করতে থাকুন ফলাফল নিজেই দেখতে পাবেন।