মসুর ডাল দিয়ে ত্বক উজ্জ্বল ফর্সা করার সহজ উপায়!
- কামরুন নাহার স্মৃতি
- ফেব্রুয়ারি ৭, ২০২১
রূপচর্চায় মসুর ডাল অতুলনীয়। এতে রয়েছে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি এসিড ভিটামিন এ, সি, ই, কে। এগুলো শরীরের পাশাপাশি সুস্থ রাখে ত্বক। নিয়মিত মসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয়। উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের জন্য মসুর ডাল গুঁড়া করে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক।
মসুর ডাল ও মধু: ত্বকের শুষ্কতা রুক্ষতা দূর করবে এই ফেসপ্যাক। ১ চা চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে পরিমাণমতো মধু মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ধীরে ধীরে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে কুসুম গরম পানিতে ধুয়ে নিন ত্বক।
আরো পড়ুনঃ রাতে ভালো ঘুমের পরও সকালে ক্লান্ত লাগে? কারণ ও সহজ সমাধান!
মসুর ডাল বেসন ও দই: ১ চা চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে সমপরিমাণ বেসন এবং দই মিশিয়ে নিন। চাইলে সামান্য হলুদও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক টানটান হয়ে গেলে পানি দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।