চুল গজানোর জন্য কার্যকরী পেয়ারা পাতা!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ১১, ২০২১
কার্যকরী উপায় চুল গজানোর জন্য প্রাকৃতিক ভেষজ উপাদানে ভরসা রাখুন। এমন একটি উপাদান হলো পেয়ারা পাতা। নিশ্চয়ই অবাক হচ্ছেন! পেয়ারা পাতায় আবার কিভাবে চুল গজাবে? প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পেয়ারা পাতা ব্যবহৃত হয়ে আসছে। এগুলোয় ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। যা চুল পড়া ঠেকাতে পারে। একইসঙ্গে চুল গজাতে সাহায্য করে। জেনে নিন পেয়ারা পাতা দিয়ে চুল গজানোর সহজ উপায়...
প্রথমে কিছু পেয়ারা পাতা একটি পাত্রে নিয়ে পানিতে সেদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে পানি ঠান্ডা হতে দিন। এবার আপনার মাথার ত্বকে পেয়ারা পাতা সেদ্ধ পানীয় ম্যাসাজ করে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানিতে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই উপায় অনুসরণ করলে ফলাফল কিছুদিনের মধ্যে টের পাবেন।
আরো পড়ুনঃ সিউডোটিউমার সেরেব্রি
যদিও অনেক কারণে চুল পড়ে মাথা টাক হতে পারে। তাই দীর্ঘদিন ধরে যত চুল পড়তে থাকে আর মাথা টাক হওয়া শুরু হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি এ টোটকা মেনে চুলের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করুন।