আলুর রসে ফর্সা ও উজ্জ্বল ত্বকের ৩টি ঘরোয়া উপায়!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ১১, ২০২১

আলুর রস ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে। আসুন জেনে নেই ঘরোয়া ৩টি কার্যকরী উপায়...

১. আলুর রস ও লেবুর রসের মিশ্রণ:

উপকরণ:

- আলুর রস ২ চামচ,

- লেবুর রস ২ চামচ।

পদ্ধতিঃ আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে নিয়ে তাদের তুলো ভিজিয়ে মুখে লাগিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট মতো রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ থেকে ৪ দিন করতে পারেন।

২. আলুর রস ও শসার রসের মিশ্রণ:

উপকরণ:

আরো পড়ুনঃ সারভাইকাল স্পন্ডাইলোসিস 

- আলুর রস ২ চামচ

- শশার রস ২ চামচ

পদ্ধতি: আলুর রসের সাথে শসার রস ভালো করে মিশিয়ে নিয়ে তাতে তুলো ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে।

৩. মুলতানি মাটি ও আলুর রসের ফেসপ্যাক:

উপকরণ:

- আলুর রস ২ চামচ,

- লেবুর রস ১ চামচ। 

পদ্ধতিঃ আলুর রসের সাথে লেবুর রস মুলতানি মাটি ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে তা মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত শুকিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment