শ্যাম্পুতে ২ চামচ লবণ, কি উপকার পাবেন জানলে অবশ্যই ব্যবহার করবেন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ২২, ২০২১
লবণ না থাকলে কোন খাবারের স্বাদই বোঝা যায় না। শুধু খাবার নয়, লবণে সোডিয়াম থাকায় বহু উপকার পাওয়া যায়। কিন্তু জানেন কি, চুলের যত্নের ব্যাপারে লবণ কতটা উপকারী? আপনার চুল যদি তৈলাক্ত হয়, তাহলে শ্যাম্পুতে ২-৩ চামচ লবণ মিশিয়ে নিন।
আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?
দুই থেকে তিনবার লবণ মেশানো শ্যাম্পু ব্যবহার করলে পাবেন মনের মতো ফল। শুধু চুল নয়, ত্বকের জন্যও খুব ভালো রোজকার এই উপাদান। শুধু এক কাপ নারকেল তেলের মধ্যে ২ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ত্বক ম্যাসাজ করুন।
দাঁতের পক্ষে ও লবণ খুব উপকারী। লবণ দিয়ে দাঁত মাজলে বা লবণ পানি দিয়ে কুলকুচি করলে ব্যাপক উপকার পাওয়া যায়। মাথার যন্ত্রণা হলে এক গ্লাস লবণ পানি খান। ১৫ মিনিটে ফল পেতে পারেন।