ব্ল্যাকহেডস দূর করবে কলা ও ওটসের এই ফেসপ্যাক!
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ২৭, ২০২১
আমাদের অনেকেরই নাক এবং মুখের ব্ল্যাকহেডস উঠে আর এই ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। পার্লারে গিয়ে ফেসিয়াল ক্লিনিং, স্ক্রাবিং, কত কি-না করি আমরা, তারপর সমস্যা কিন্তু থেকে যায়। ব্ল্যাক হেডসের এই সমস্যা পুরোপুরি দূর করতে আজ জেনে নিন ঘরোয়া উপাদান এর ব্যবহার।
ঘরের তিনটি উপাদান দিয়ে তৈরি করতে পারেন ঘরোয়া স্ক্রাব ব্ল্যাকহেডস দূর করতে খুবই কার্যকরী। প্রথম একটা কলা ভালো করে চটকে নিতে হবে। তারপরের মধ্যে ২ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিন।
আরো পড়ুনঃ `পড়াশোনার পেছনে এতো খরচ করে কি লাভ? সেই তো পরের ঘরেই যাবে!
ওটস মৃতকোষ দূর করতে ও মুখের ময়লা দূর করতে সাহায্য করে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ভালো করে মুখে মাখুন। তারপর মিনিট দশেক ধরে হালকা হাতে স্ক্রাবিং করুন। স্ক্রাবিং হয়ে গেলে হালকা উষ্ণ পানিতে ধীরে ধীরে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে প্রতিদিন ব্যবহৃত ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করুন।