সহজেই চুল সোজা করার কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৬, ২০২১
পার্লারে চুল সোজা বা রিবন্ডিং করতে কেমিক্যাল ব্যবহার করা হয়, যা চুলের জন্য ক্ষতিকর। তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে তৈরি করা যায় হেয়ার স্ট্রেইটনিং মাস্ক।
হেয়ার মাস্ক তৈরিতে যা লাগবে:
- এক কাপ নারিকেলের দুধ,
- পাঁচ থেকে ছয় টেবিল চামচ লেবুর রস,
- দুই টেবিল চামচ অলিভ অয়েল,
- তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
আরো পড়ুনঃ শিশুর ওজন দ্রুত বাড়াতে যা যা খাওয়াবেন, জানুন!
পদ্ধতিঃ নারিকেলের দুধ, অলিভ অয়েল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করর কর্নফ্লাওয়ার ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে।
এখন মিশ্রণটি অল্প আঁচে চুলায় দিয়ে গরম করতে হবে। এ সময় প্রতিনিয়ত মিশ্রণটি নাড়তে হবে। কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন ক্রিমের মতো হয়ে যাবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি বয়ামে সংরক্ষণ করুন। গোছলের আগে মিশ্রণটি চুলে লাগান। কিছুটা শুকিয়ে গেলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সপ্তাহে দুবার করে টানা দু'মাস ব্যবহার করলেই চুল সোজা হয়ে যাবে। তাছাড়া এই মাস্ক ব্যবহারে চুল ঝলমলে হয় আর সামলানও সুবিধা হয়।