লিপস্টিক ভেঙ্গে গেলে জোড়া লাগানোর দারুন টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৬, ২০২১
ঠোঁট রাঙাতে লিপস্টিকের জুড়ি নেই। নারীরা তাদের নিত্যদিনের সাজে লিপস্টিক ছাড়া চিন্তাই করতে পারেন না। তবে শখের লিপস্টিকটি যদি ঠোঁটে দিতে গিয়ে হটাৎ ভেঙ্গে যাগ তাহলেই ঘটে বিপত্তি। আপনাদের জন্য আজ থাকছে এমন একটি সহজ কৈশল যা অনুসরণে আপনি ভাঙ্গা লিপস্টিক নিমিষেই জোড়া দিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি...
- প্রথমে লিপস্টিকের ভাঙ্গা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান আগুনে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট হয়ে যায়।
আরো পড়ুনঃ ভাত খাওয়ার পর ৬ টি কাজ কখনোই করবেন না!
- এবার গলানো অংশটি মূল লিপস্টিক অংশের ওপর লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। পরে টুথপিক কিংবা কোনো কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। তবে সাবধানে কাজটি করতে হবে। কেননা পুনরায় ভেঙ্গে যেতে পারে। সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।
ব্যস, আপনার ভাঙ্গা লিপস্টিক ঠিক হয়ে গেলো। এখন থেকে ভাঙ্গা লিপস্টিক আর ফেলে দেয়ার প্রয়োজন হবে না। এই কৌশলে ভাঙ্গা লিপস্টিক জোড়া দিয়ে আবারো নতুনের মতো ব্যবহার করুন।