ভ্যাসলিনের ১০টি চমৎকার ব্যবহার জেনে নিন
- কামরুন নাহার স্মৃতি
- এপ্রিল ২২, ২০২১
ত্বকের রুক্ষতা দূর করতে ভ্যাসলিনের জুড়ি মেলা ভার। তবে শুধু ত্বকের রুক্ষতা না, আরো অনেক কাজের চমৎকার ব্যবহার হয়েছে। আসুন জেনে নেই ভ্যাসলিনের এমন দশটি ব্যবহার...
১. পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করতেঃ পারফিউম দেওয়ার আগে সামান্য ভ্যাসলিন গায়ে লাগিয়ে তার উপর পারফিউম লাগালে, ভ্যাসলিনের ব্যবহার এ সুগন্ধ অনেকক্ষণ দীর্ঘস্থায়ী করে।
২. কাপড় থেকে লিপস্টিকের দাগ উঠাতেঃ কাপড়ের লিপস্টিকের দাগ লাগলে, একটা ছোট পরিষ্কার কাপড়ে ভেসলিন নিয়ে দাগের উপর ঘষলেই দাগ গায়েব।
আরো পড়ুনঃ মায়ের জিন থেকেই শিশুর বুদ্ধি বিকশিত হয় !
৩. চোখের মেকআপ উঠাতেঃ একটা কটন বাড বা সুতি কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে চোখের উপরে আলতো করে মেকআপ মুছতে হবে।
৪. চামড়ার জুতা পরিষ্কারেঃ পাতলা কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে ভালো করে চামড়ার জুতো মুছে নিলে, চকচকে পরিষ্কার হয়ে যাবে।
৫. লোশনের পরিমাণ বাড়াতেঃ পছন্দের লোশন শেষ হয়ে আসছে চিন্তা নেই, দর্শনের সাথে একটি ভ্যাকসিন মিশিয়ে নিন। আরো কিছুদিন ব্যবহার করুন।
৬. টেবিলে খাবার দাগ উঠাতেঃ টেবিলে খাবারের দাগ পড়েছে! দাগ একটু ভ্যাসলিন লাগিয়ে কাপড় দিয়ে মুছে নিন, দাগ চলে যাবে।
আরো পড়ুনঃ সিজারিয়ান সম্পর্কে কিছু ভুল ধারণা !
৭. চামড়ার হাতব্যাগ সুরক্ষায়ঃ চামড়ার ব্যাগের গায়ে হালকা ভ্যাসলিন লাগিয়ে রাখলে ব্যাগের ফেটে যাওয়া রোধ হয় অনেকাংশে।
৮. হেয়ার ডাই থেকে ত্বক রক্ষায়ঃ আমরা যখন চুলের হেয়ার ডাই লাগায় তখন চুলের আশেপাশের ত্বকেও লাগে, সেজন্য চুলের পাশের ত্বকে আগেই ভ্যাসলিন লাগিয়ে নিলে আর এমন হবেনা।
৯. নেইল পলিশের বোতল শক্ত হয়ে যাওয়া রোধেঃ নেইল পলিশের ক্যাপের নিচে ভ্যাসলিন লাগিয়ে রাখলে, বোতলের মুখে নেইলপলিশ জমে শক্ত হওয়া প্রতিরোধ করে।
১০. হাতের আংটি খুলতে সাহায্য করেঃ হাতের আংটি আটকে গেছে? খুলতে পারছেন না? একটু ভেজলিন হাতের আঙ্গুলে মেখে নিন, সহজে আংটি খুলে যাবে।
আরো পড়ুনঃ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কি ধরণের সমস্যা হতে পারে !