সাধারণ আলুর চমৎকার কিছু ব্যবহার যা অনেকেরই অজানা
- কবিতা আক্তার
- মে ৩, ২০২১
আমরা সবাই জানি আলু দিয়ে নানা রকম সুস্বাদু তরকারি রান্না করা যায় এবং হয়তো এটুকুই জানি। কিন্তু আলু আপনার আরো অনেক কাজে লাগতে পারে! ময়লা দূরীকরণ, বগলের নিচের কালো দাগ দূর করা এমনকি নানারকম চিত্রকর্ম তৈরিতে আলু ব্যবহার হতে পারে। আজ আমরা আলুর এমন কিছু ব্যবহারের কথা আপনাদের বলব যেগুলো পড়ার পর মনে হতে পারে আলু আপনার সেরা বন্ধু!
আরো পড়ুনঃ প্রাইমারী ইমিউনোডেফিসিয়েন্সি
মরিচা দূর করতে
মরিচা এমন এক সমস্যা যেটা আমাদের সবাইকে পোহাতে হয়। কিন্তু একটা আলু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে।
১. একটা আলুকে অর্ধেক করে কাটুন।
২. সামান্য বেকিং সোডা, লবণ কিংবা কাপড় ধোয়ার ডিটারজেন্ট নিন।
৩. আলু টিকে মরিচার ওপর ভালো করে ঘষতে থাকুন যতক্ষণ পর্যন্ত না এটা পরিষ্কার হচ্ছে। কয়েকবার এমন করলে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
৪. এরপর ভাল করে ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ জিহবা ফুলে যাওয়া (Glossitis)
জুতা রাখুন পরিস্কার এবং চকচকে!
চামড়ার জুতা দেখতে এবং পড়তে বেশ আরাম। এটা অনেকদিন টেকসই হয় বলে আমরা এটা কিনে থাকি। কিন্তু এটাও মাঝে মাঝে কুঁচকে যায় এবং রং হারায় তখন আলু হতে পারে আপনার সেরা সমাধান।
১. আলুকে দুই টুকরা করুন।
২. পুরো জুতো জুড়ে আলুকে ঘষুন।
৩. দেখতে একটু ময়লা ময়লা মনে হবে কিন্তু চিন্তার কিছু নেই এটা একদম স্বাভাবিক।
৪. পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে ফেলুন, পেয়ে যাবেন চকচকে জুতা।
রুপার জিনিসের যত্ন
রুপার জিনিস নিয়ে অনেকের অভিযোগ থাকে, এটা একটা সময় কালচে রং ধারণ করে। এটা প্রাকৃতিক, কিন্তু আপনি যদি এর ঝকমকে ভাব ফিরিয়ে আনতে চান তবে একটা আলু আপনাকে সাহায্য করবে।
আরো পড়ুনঃ ভিটামিন ‘বি১২’ এর অভাব জনিত রোগ
১. কয়েকটা আলু কেটে সিদ্ধ করে নিন, সেদ্ধ হয়ে গেলে আলু সরিয়ে ফেলুন। আপনার কেবল পানিটা দরকার।
২. রুপার জিনিস গুলো পানিতে রাখুন এবং এক ঘণ্টা অপেক্ষা করুন।
৩. এরপর একটা ব্রাশ দিয়ে ভালো করে জিনিসগুলো ঘষুন।
৪. ভালো করে ধুয়ে টিসু পেপার দিয়ে মুছে ফেলুন।
বগলের কালো দাগ দূর করা
গৃষ্মকালে হাফহাতা কিংবা স্লিভলেস পোশাক আমাদের অনেকের পছন্দের একটা পোশাক। কিন্তু পছন্দ থাকা সত্বেও আমরা অনেকেই তা পড়তে পারিনা বগলের কালো দাগ এর কারনে। এই কালো দাগ আপনি খুব সহজেই কিন্তু দূর করতে পারেন আলুর সাহায্যে।
পদ্ধতি ১:
১. ভালো করে ধুয়ে আলু টুকরো টুকরো করুন।
২. টুকরোগুলো দিয়ে ৩ মিনিট আপনার বগলে ম্যাসাজ করুন।
আরো পড়ুনঃ জিহ্বার অস্বাভাবিকতা
৩. ৩০ মিনিট অপেক্ষা করুন এবং আলুর রস কে কাজ করার সুযোগ দিন।
৪. ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
পদ্ধতি ২:
১. আলু কেটে তাকে মিহি করে মিশিয়ে ফেলুন।
২. মিশ্রনটা আপনার বগলে রাখুন এবং ১০ মিনিট অপেক্ষা করুন।
৩. ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
মাথা ব্যথা দূর করা
মাথাব্যথায় আমরা সবাই কমবেশি ভুগে থাকি। ঔষধ খেয়ে আর কত পরিত্রান নিবেন, এবার একটু প্রাকৃতিক উপায়ে চেষ্টা করুন।
১. আলু নিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
২. টুকরো করে সেগুলো কপালে রাখুন, ব্যান্ডেজ দিয়ে তা কপালে আটকে দিতে পারেন।
আরো পড়ুনঃ অস্বাভাবিক শারীরিক তাপমাত্রা
৩. শুয়ে থাকুন চোখ বন্ধ করে, ব্যথা গায়েব হবেই।