ঘরোয়া উপায়ে দূর করুন মুখের তিল
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ৬, ২০২১
আপনার মুখের সৌন্দর্য নষ্ট করছে মুখের তিল। তাহলে সত্যিই সমস্যারই কথা। একটা সামান্য কাল অথবা লালচে তিল আপনার যথেষ্ট মেকআপ করা সত্ত্বেও সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন সমস্যার সম্মুখীন আপনারা অনেকেই রোজ হয়ে থাকেন। বিশেষত কোন অনুষ্ঠানে যাওয়ার সময় হাজারো মেকআপ করা সত্ত্বেও শুধুমাত্র একটা কারনে মন খুঁতখুঁত করে, তাইনা?
আরো পড়ুনঃ কড়াই মাংস
অনেকে হয়তো বাজার থেকে অনেক পণ্য কিনে ব্যবহার করেও কোন ফল পাননি। অতিরিক্ত রোদে ঘোরার কারণ, ত্বকের তেলতেলে ভাবের জন্য অথবা হরমোনাল পরিবর্তনের কারণে আপনার এমন সমস্যা হতে পারে। আর এই সমস্যার সমাধান আপনার ঘরেই রয়েছে।
খুব কম পরিশ্রম করে আপনি বাড়িতে বসেই মুখের তিল থেকে রেহাই পেতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক উপায় সম্পর্কে...
যা যা লাগবে:
- আলুর একটা ছোট টুকরা।
আরো পড়ুনঃ পটেটো ললিপপ
যেভাবে ব্যবহার করবেন: আলুর একটি ছোট টুকরো নিয়ে পাঁচ মিনিট ধরে তিলের অংশটিতে ঘষতে থাকুন অথবা আলুর টুকরাটিকে কাপড়ের টুকরো দিয়ে তিল হওয়া অংশটিতে চেপে ধরে রাখুন ১০ মিনিট। সম্পূর্ণ মিলিয়ে দিতে দিনে অন্তত দুইবার ব্যবহার করুন। এটি ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিল দূর হবে।