শুষ্ক ত্বকের জন্য যা করবেন
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ৯, ২০২১
ঘরোয়া পদ্ধতিতে আস্থা রাখলে মিলবে বেশি উপকার। টক কোমল এবং উজ্জ্বল করে তুলতে কি কি ঘরোয়া উপায়ে আস্থা রাখবেন জানুন...
তৈরি করুন নিজস্ব ক্লিনজার: প্রথমে মুখে ও গলায় লাগিয়ে নিন অলিভ অয়েল অথবা কোল্ড প্রসেস্ড নারকেল তেল। এবার গরম পানিতে একটি নরম তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। এটি আলতো ভাবে মুখের উপর রাখুন। টোয়ালেটি ঠাণ্ডা হয়ে গেলে সরিয়ে ফেলুন এবং মুখে থাকা বাড়তি তেল মুছে নিন।
আরো পড়ুনঃ বুটের ডালে মুরগীর মাংস
ব্যবহার করুন প্রাকৃতিক স্ক্রাব: হাফ কাপ চিনি দুই টেবিল চামচ অলিভওয়েল বা নারকেল তেল ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। গোসলের আগে স্ক্রাব লাগিয়ে নিন মুখসহ সারা শরীরে। এর ব্যবহারে দূর হবে ত্বকের কালো ভাব।
ব্যবহার করুন ঠান্ডা দুধ: ত্বকে যদি কোনো কারণ ছাড়াই জ্বালা ভাব অনুভব করেন বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে। সেই সময় মুশকিল আসান হতে পারে ঠান্ডা দুধ। তুলো ঠান্ডা দুধে ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ফিরবে ত্বকের আর্দ্রতা।
ফল দিয়ে বানানো ফেসপ্যাক: অ্যাভোকাডো বা পাকা পেঁপের শাঁস, অলিভ অয়েল কিংবা নারকেল তেল ও মধু একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপরেই প্যাক লাগিয়ে নিন মুখে-গলায় এবং হাতে। ১৫-২০ মিনিট পর ধুয়ে নিয়ে লাগিয়ে নিন মশ্চারাইজার।
আরো পড়ুনঃ "একটু জোরে হাঁচি বা কাশি দিলেই আমার প্রসাব বের হয়ে আসে !"
ব্যবহার করুন নারকেল তেল: নারকেল তেল খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রাতে শুতে যাওয়ার আগে ত্বকে লাগান নারকেল তেল। যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারাও ব্যবহার করুন নারকেল তেল। ফল মিলবে হাতেনাতে।
গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন: বছরের যেকোনো সময়ই গোসলের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। অ্যালোভেরা জেল ও নারকেল তেলের মিশ্রণ খুব ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শুধুমাত্র মুখেই নয় গোটা শরীরে লাগাতে হবে ময়েশ্চারাইজার।
আরো পড়ুনঃ মেজবানি গরুর মাংস রান্না