চুল বাড়বে ঘরোয়া যত্নে
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১৭, ২০২১
চুল ঝরে যাওয়া, খুশকি কিংবা চুল ঠিকঠাক না বাড়ার সমস্যা দূর করতে ঘরোয়া যত্ন ভীষণ জরুরী। জেনে নিন কীভাবে চুলের বিভিন্ন সমস্যা দূর করবেন ঘরোয়া যত্নে। মেথি সারা রাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান।
আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকীর গুঁড়া, শিকাকাই আর রিঠা পাউডার এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে অল্প গরম করে নিন।
মাথার তালুতে লাগিয়ে আলতো হাতে মেসেজ করুন ৫ থেকে ৭ মিনিট। একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল গোসলের আগে কিছুক্ষণ চুলে লাগিয়ে রাখুন।
আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?
ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে মেসেজ করুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু শেষের চুল ধুতে পারেন ভিনেগার মিশ্রিত পানি বা চায়ের লিকার দিয়ে।
পেঁয়াজের রস, দই আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু'দিন এই প্যাকটি লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।