শীত শুরুর আগেই ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে? শিখে নিন ঘরোয়া টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ৩০, ২০২১
বাতাসে শীতের আগমনী বার্তা যেন বলে দিচ্ছে ত্বকের জন্য দরকার খানিকটা বেশি যত্নের। কারণ ত্বক ক্রমশ টানছে। ত্বক ধীরে ধীরে শুষ্কতার পরিমানও বোঝা যাচ্ছে। আর শীত মানেই নানান ধরনের স্কিনের সমস্যা।
এত শুষ্ক হয়ে যায় যে এতে লাল ছোপ এবং শীতের প্রভাবে ফেটে যেতে পারে। সে থেকেই কিন্তু ত্বকের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। চলুন জেনে নেওয়া যাক একদম সহজ উপায়।
আরো পড়ুনঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS -এর কারণে সৃষ্ট সমস্যাসমূহ
পেঁপে এবং মিল্ক মাস্ক: পেঁপে ও দুধ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরী করুন। মুখ এবং গলায় লাগিয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন। তাহলে শীত নিয়ে আর বাড়তি কোনো দুশ্চিন্তা নেই। এভাবে শীতের আগে ত্বকের যত্ন সম্পূর্ণ হবে।
দই মাস্ক: পানি ঝরানো দই এবং অল্প ল্যাভেন্ডার অয়েল, হাফ চামচ মধু মিশিয়ে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করলে দারুণ কাজে দেবে।