শীতকালে ত্বকের উজ্জলতায় ফ্রুটস ফেসপ্যাক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১, ২০২১

শীতকালে ত্বক সতেজ ও সজীব রাখতে একটু বেশি যত্ন করতে হয়। তবে তা যদি হয় ফল দিয়ে, তাহলে! ফ্রেশ রাখতে ফ্রুট ফেসিয়ালই ১৮ থেকে ২৫ বছরের তরুণীদের প্রথম পছন্দ।

ত্বক নরম ও কোমল রাখতে ব্যবহার করুন বিভিন্ন ধরনের ফল। জেনে নিন সব ধরনের ত্বকের জন্য উপযোগী কিছু ফ্রুটস ফেসপ্যাক সম্পর্কে...

- ব্ল্যাকহেডস দূর করতে আঙুর ও মধু একসাথে মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১০/১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ বেশি বয়সে সন্তান নেওয়ার যেসব সুফল রয়েছে

- কমলালেবু ত্বকের যত্নে অনেক উপকারী। কমলালেবুর জুসের সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে মুখে লাগান, এতে ত্বকের শুষ্কতা দূর হবে।

- ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন কলার প্যাক। ১টি কলা পেস্ট করে তার সাথে ১ চা চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

- ব্রণ দূর করতে স্ট্রবেরি অনেক কার্যকরী। পাকা স্ট্রবেরি ব্লেন্ড করে টক দই এর সাথে মিশিয়ে ত্বকে লাগান ব্রণ দূর হবে।

- টমেটোর পাল্প সাহায্য করবে ত্বক ফ্রেশ রাখতে। টমেটোর পাল্পের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগান, নিয়মিত ব্যবহার করলে ব্রণ থেকে মুক্তি পাবেন।

আরো পড়ুনঃ ঋতুর সাথে সাথে মানুষও তার রূপ বদলায়!

- কয়েক টুকরো পাকা পেঁপে পেস্ট করে মুখে লাগিয়ে নিন। শুকালে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment